দুর্নীতি ও অর্থ পাচারের মামলায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারের ২২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
৪২৫ কোটি ৭৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং পাচারের অভিযোগে করা দুই মামলায় ভারতের কারাগারে বন্দি থাকা পিকে হালদারের বিরুদ্ধে এ রায় দেন বিচারক। আদালত দুর্নীতি মামলায় ১০ বছর ও অর্থ পাচার মামলায় ১২ বছরসহ মোট ২২ বছরের কারাদণ্ড দিয়েছেন।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, সবার সহযোগিতা ছাড়া অর্থপাচার বন্ধ করা সম্ভব নয়।
পিকে হালদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত ৩৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। যার মধ্যে একটির রায় ঘোষণা হলো। এখনও ৩৫টি মামলা তদন্তাধীন রয়েছে। এই মামলায় আসামি ১৪ জন। চারজন কারাগারে আছেন। পিকে হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছেন।
এই মামলায় পিকে হালদার পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিল না। এর আগে গত ৪ অক্টোবর এই মামলায় দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রোববার রায়ের দিন ধার্য করেন আদালত।
এনকে/এটিএম
Leave a reply