ইসরায়েলের অভ্যন্তরে ঢুকেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস

|

ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েল ও হামাসের চলমান এ যুদ্ধে এখন পর্যন্ত নিহতের খবর পাওয়া গেছে পাঁচ শতাধিক মানুষের। এর মধ্যে হামাসের হামলায় প্রাণ হারিয়েছে ৩০০ ইসরায়েলি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ১৮০০ মানুষ। খবর আল জাজিরার।

রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের বেশ কয়েকটি শহরে এখনও ভয়াবহ যুদ্ধে লিপ্ত আছে হামাস। যেসব শহরে যুদ্ধ চলমান আছে সেগুলোর মধ্যে অফাকিম, সেডেরট, বেরি, কিসুফিম, ইয়াদ মোর্দেচাই ও কেফার আজ্জার নাম উল্লেখ করা হয়।

ছবি: আল জাজিরার ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

এক বিবৃতিতে ইসরায়েলের সশস্ত্র বাহিনী বলছে, গাজা উপত্যকায় হামাসের গোয়েন্দা প্রধানের বাড়িতে হামলা চালিয়েছে তাদের বাহিনী। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী গাজা ভূখণ্ডজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী।

এদিকে হামাসের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইসরায়েলি বন্দিদের গাজা উপত্যকায় জীবিত অবস্থায় ধরে আনার অনেক ভিডিও ফুটেজ পোস্ট করা হচ্ছে। হামাসের ভাষ্যমতে, আটক ইসরায়েলিদের সংখ্যা ইসরায়েল যা জানে তার চেয়েও অনেক বেশি।

এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছিল। তবে স্থানীয় গণমাধ্যমগুলো ১০০ জন নিহতের খবর প্রচার করছে।

হামাসের হামলার পর ইসরায়েলের জনগণের উদ্দেশে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের জনগণ, আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। আমরা জিতব। শত্রুদের এ জন্য এমন মূল্য দিতে হবে, যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply