ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইয়ের হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামবে আর্সেনাল- ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে প্রতিপক্ষ দলগুলোকে চুরমার করে দুর্বার গতিতে ছুটছে ম্যানসিটি। যদিও লিগ ম্যাচে সবশেষ ম্যাচে ওলভসের বিপক্ষে হেরে শীর্ষস্থান হাতছাড়া করে গার্দিওলার শির্ষ্যরা। অন্যদিকে, চলতি মৌসুমে ইপিএলে এখনও অপরাজিত গানাররা।
নিজেদের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানাবে আর্সেনাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।
লিগে ৭ জয় ও ১ হারে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে পেপ গার্দিওলার দল। টানা ছয় জয়ের পর, সবশেষ ম্যাচে উলভসের কাছে ২-১ গোলে হেরেছে সিটিজেনরা। আর্সেনালকে হারাতে পারলে আবারও পয়েন্ট তালিকার শীর্ষে উঠবে জুলিয়ান আলভারেজ-আর্লিং হাল্যান্ডরা।
মিকেল আরটেটার দলের বিপক্ষে মাঠে নামার আগে পরিসংখ্যান বলছে সিটিজেনদের হয়ে কথা। সবশেষ ১২ ম্যাচ ধরে গানারদের বিপক্ষে জিতেছে সিটি। যা আর্সেনালের লিগ ইতিহাসে নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের কাছে টানা হারের রেকর্ড। সিটির সাথে সবশেষ ১৬ ম্যাচে ক্লিনশীট রাখতে পারেনি গানাররা।
তবে লিগে শুরুটা দারুণ করেছে মার্টিন ওডেগার্ড-গ্যাব্রিয়েল জেসুসরা। এই মৌসুমে এখনো অপরাজিত আছে তারা। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্র করে পয়েন্ট তালিকায় তিনে আছে আরটেটার দল। ঘরের মাঠে এদিন সিটিকে হারাতে পারলে শীর্ষে ওঠার সুযোগ থাকবে গানারদের সামনে।
আর্সেনালের বিপক্ষে রদ্রির সার্ভিস পাচ্ছে না গার্দিওলা। ইনজুরি থেকে ফিরলেও জন স্টোনসের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে বের্নাদো সিলভাকে দেখা যেতে পারে এদিন।
/আরআইএম
Leave a reply