ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় কাঁপছে ইসরায়েল। হামলায় সাড়ে তিনশোর বেশি ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শত শত। খবর আল জাজিজার।
আল জাজিজার খবরে বলা হয়েছে, হামাস দাবি করেছে, আল-আকসার অপবিত্রতা ও দখলদারিত্বের প্রতিক্রিয়ায় তাদের এই হামলা।
অন্যদিকে, হামাসের হামলার প্রতিক্রিয়ায়, গাজায় বিমান, স্থল ও সমুদ্র হামলা চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী।
হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩১৩ জনে। এ হামলায় আহত হয়েছেন হাজারের অধিক মানুষ। হাসপাতালের সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম বিবিসি।
এর আগে শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস। এতে ৪০ জন ইসরায়েলি নিহত হয়েছে বলে দেশটির সরকার জানিয়েছিলো। তবে স্থানীয় গণমাধ্যমগুলো ১০০ জন নিহতের খবর প্রচার করে।
/এনকে
Leave a reply