ইসরায়েলে হামাসের হামলার সমর্থনে মুসলিম বিশ্বে আনন্দ মিছিল

|

ইসরায়েলে হামাসের দুর্ধর্ষ হামলার প্রতি সমর্থন জানিয়ে মুসলিম বিশ্বের অনেক দেশেই আনন্দ মিছিল করা হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। ইরানের পার্লামেন্টেও প্রশংসা করা হয় হামাসের এই কর্মকাণ্ড। খবর আল জাজিরার।

শনিবার (৭ অক্টোবর) ইয়েমেনের রাজধানীতে হামাসের সমর্থনে হাজার-হাজার মানুষ জড়ো হন। ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজা ও আল আকসার নামে শ্লোগান দেন তারা। হামাসের ‘আল আকসা ফ্লাড’ অপারেশনের প্রতি সমর্থন জানিয়ে মিছিল হয় কুয়েতেও। ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলাকে বিজয় বলে আখ্যা দেন তারা। ইরাকের রাজধানী বাগদাদেও হামাসের সমর্থনে রাজপথে নামে শত শত মানুষ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের পক্ষে মিছিল হয়েছে লেবাননেও। বৈরুতের রাজপথে নামে হিজবুল্লাহ সমর্থকরা।

এদিকে, হামাস যোদ্ধাদের বীরত্বের প্রশংসা করা হয় ইরানের পার্লামেন্টে। শনিবার ‘ইসরায়েল নিপাত যাক’ শ্লোগান তোলেন দেশটির আইনপ্রণেতারা। তারা বলেন, ফিলিস্তিনের আত্মরক্ষার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply