সিকিমের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

|

ভারতের সিকিমে প্রলয়ংকারী বন্যায় তিস্তা থেকে আরও ২৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৭৩ জনে। তাদের মধ্যে ৮ জন সেনা সদস্য ছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনও নিখোঁজ রয়েছেন ১৪০ জনেরও বেশি মানুষ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোববার (৮ অক্টোবর) সিকিম, জলপাইগুঁড়ি ও কোচবিহারে তিস্তা নদীর পাড় থেকে মোট ২৯টি মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে শনিবার বৈরী আবহাওয়ায় লাচেং ও লাচুংয়ে উদ্ধার তৎপরতা বন্ধ ছিল। রোববার ভোর নাগাদ আবারও শুরু হয় তল্লাশি অভিযান। সিকিমের পাশাপাশি জলপাইগুঁড়ি, কুচবিহার ও বাংলাদেশেও চলছে অনুসন্ধান।

এ নিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, চলমান প্রাকৃতিক দুর্যোগে ২২ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪ হাজারের মতো পরিবারকে আশ্রয় দেয়া সম্ভব হয়েছে অস্থায়ী শরণার্থী শিবিরগুলোতে।

এদিকে, এরই মধ্যে সিকিমে দেখা দিয়েছে প্রচণ্ড জ্বালানি সংকট। ফলে প্রত্যেক যানবাহনের জন্য সর্বোচ্চ ১৫ লিটার পেট্রোল বরাদ্দ করেছে প্রশাসন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সহযোগিতা এবং ত্রাণের আহ্বান জানিয়েছে সিকিম রাজ্য।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply