মিশরে ২ ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যা, আটক পুলিশ সদস্য

|

মিশরে ঘুরতে যাওয়া দুই ইসরায়েলি পর্যটককে গুলি করে হত্যা করেছে একজন মিশরীয় পুলিশ সদস্য। রোববার (৮ অক্টোবর) দেশটির বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায় ঘটে এ ঘটনা। এতে নিহত হয়েছেন একজন মিশরের বাসিন্দাও। ইসরায়েল এবং মিশর উভয় দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে মিশরের নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম এক্সট্রা নিউজ টেলিভিশন চ্যানেল। খবর সংবাদ সংস্থা এপি’র।

এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, আলেকজান্দ্রিয়ার পর্যটন এলাকা পম্পেইর পিলার সংলগ্ন অঞ্চলে এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও একজন। তবে এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি মিশর কর্তৃপক্ষ।

বিবৃতি প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। সেখানে আহত ওই ব্যক্তিকে ইসরায়েলের বাসিন্দা হিসেবে শণাক্ত করা হয়েছে। এ ঘটনায় তিনি মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। তাকে তেলআবিবে ফিরিয়ে নেয়ার ব্যাপারে মিশর সরকারের সাথে একত্রে কাজ করছে বলেও জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ।

হতাহত বা হামলাকারী কারোর পরিচয়ই প্রকাশ করা হয়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply