ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

|

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. শাহজাহান আলী সাজু। লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে গোলাম ফারুককে মনোনয়ন দিয়েছে দলটি।

রোববার (৮ অক্টোবর) রাতে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে, গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলটির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।

ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত হওয়া মো. শাহজাহান আলম সাজু আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক। অন্যদিকে, গোলাম ফারুক লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহজাহান কামাল ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার মারা যান। এরপর আসন দুটি শূন্য ঘোষণা করা হয়। শূন্য ঘোষিত আসনে আগামী ৫ নভেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১১ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ১২ অক্টোবর, মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল দায়ের ১৩ থেকে ১৭ অক্টোবর, আপিল নিষ্পত্তি ১৮ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৫ নভেম্বর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply