ইসরায়েলে একটি গানের আসরে হামলা চালিয়েছে হামাস। এ ঘটনায় অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০০ জনে। খবর রয়টার্স’র ।
শনিবার (৭ অক্টোবর) রাতে দক্ষিণ ইসরায়েলে আরিক নানি নামের এক ইহুদি নাগরিকের জন্মদিনের নাচের পার্টি চলছিল। কিন্তু এ সময় ক্ষেপণাস্ত্রের গর্জনে এবং হামাসের বন্দুকধারীরা অতর্কিত হামলা চালালে মুহূর্তেই গানের আসর ধ্বংসযজ্ঞে পরিণত হয়।
এ ব্যাপারে আরিক নানি বলেন, আমি সব দিক থেকে গুলির শব্দ শুনছিলাম, হামলাকারীরা উভয় দিক থেকে আমাদের দিকে গুলি চালাচ্ছিল। প্রাণ ভয়ে সবাই দৌড়াচ্ছিল এবং কী করতে হবে বুঝতে পারছিল না।
গানের আসরে অতর্কিত হামলায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। অপরদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় ৪ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে দেশটিতে অবস্থানরত এক জার্মান নারীর দাবি, উৎসবে যোগ দেয়ায় তার মেয়েকে হামাস যোদ্ধারা অপহরণ করে নিয়ে গেছে। আরও কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের বেশ কয়েকজন নাগরিক এই হামলার শিকার হয়েছেন।
এআই/এটিএম
Leave a reply