ইসরায়েল-হামাসের চলমান সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে এক লাখ ২৩ হাজার গাজাবাসী। রোববার (৮ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশনস রিলিফ ওয়ার্ক এজেন্সি ( ইউএনরডাব্লিউএ)।
সংস্থাটির অভিযোগ, উপত্যকা থেকে বেরুনোর সব রাস্তা বন্ধ হওয়ায় অবরুদ্ধ গাজায় আটকা পড়েছে লাখো মানুষ। স্বেচ্ছাসেবীদের উদ্যোগে অন্তত ৬৪টি স্কুলে আশ্রয় দেয়া হয়েছে ৭৩ হাজার ৫৩৮ জন ফিলিস্তিনিকে। তবে, গৃহহীনদের জন্য নেই পর্যাপ্ত ত্রাণ সহযোগিতা।
অবিলম্বে আন্তর্জাতিক মহলকে সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শনিবার রাত থেকেই, গাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে জ্বালানি, জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহ। ফলে মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘ।
এআই/এটিএম/
Leave a reply