নির্বাচনের পরিবেশ সহায়ক নয়, ঢাকায় সফরররত মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলকে এ কথা জানিয়েছে বিএনপি। সোমবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১২ সদস্যের মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে অনুষ্ঠিত বৈঠকে এ কথায় জানায় দলটি।
বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেছেন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্য মানের নির্বাচন শেখ হাসিনার অধীনে সম্ভব নয়। বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিপীড়ন বেড়েছে। ভোট চুরির প্রকল্পকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। সংসদ বাতিল, নির্বাচন কমিশন বাতিল ও সংসদের পদত্যাগের পরেই নির্বাচন নিয়ে আলোচনা করবে বিএনপি।
নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। ভোটের পরিবেশ নেই বলেই বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আজ ভিসানীতিসহ নানা নিষেধাজ্ঞা দিচ্ছে।
এই বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ড. মঈন খান ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সাতজন।
বিএনপির সঙ্গে বৈঠকের পর বনানীর একটি হোটেল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসেছে মার্কিন এই প্রতিনিধি দল। বিকেলে গুলশানের একটি হোটেলে জাতীয় পার্টির সাথেও বৈঠক করবে দলটি।
/এমএন
Leave a reply