গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানি বেড়ে ৪৩৬

|

ইসরায়েলের বিরতিহীন বিমান হামলায় গাজা উপত্যকায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৩৬। যার মধ্যে শিশু রয়েছে ৯১ জন। হামলায় আহত হয়েছেন ২৩০০ জনের বেশি মানুষ। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

পাল্টাপাল্টি সংঘাতে অবরুদ্ধ উপত্যকা ঘিরে থামেনি ইসরায়েলি বহরের হামলা। উল্টো জল ও স্থলপথেও চলছে অভিযানের প্রস্তুতি। হামাসের গোপন ঘাঁটি, কমান্ডার পোস্ট লক্ষ্য করে ছোড়া হচ্ছে অত্যাধুনিক রকেট-মিসাইল।

ইসরায়েলের দাবি, গেল দু’দিনে স্বাধীনতাকামী সংগঠনটির অন্তত ৬৫৩ টার্গেটে চালানো হয়েছে হামলা। তবে গৃহহীন ফিলিস্তিনিরা আশ্রয় নেয়া একটি স্কুলেও রকেট ছোড়া হয়। সেসময় আড়াই শতাধিক মানুষ ছিলেন সেখানে। হাসপাতালগুলোতেও নেই তিল ধারণের ঠাঁই। আহত ফিলিস্তিনিদের দেয়া যাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা।

এদিকে হামাসের সশস্ত্র শাখার কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, আশকেলোনের দখল এখনো ছাড়েনি সাহসী যোদ্ধারা। জিকিম ও ইফতাহ শহরে তারা এখনও সহিংস অভিযান চালিয়ে যাচ্ছে। সামরিক তৎপরতায় শত্রুপক্ষের বহু হতাহত। তাছাড়া মেফালসিম এলাকাতেও চলছে দু’পক্ষের লড়াই। সেখানকার গোয়েন্দা ও সামরিক ইউনিট ধ্বংস করা গেছে। নতুন একদল ইসরায়েলিকে জিম্মি করে, গাজায় নিয়ে এসেছেন যোদ্ধারা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply