গাজায় খাবার-বিদ্যুৎ-জ্বালানি কিছুই ঢুকতে দেবে না ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে লড়াইয়ের মধ্যে গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার (৯ অক্টোবর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্ট এ ঘোষণা দেন। খবর বিবিসির।

তিনি বলেন, ‘আমি গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধের নির্দেশ দিয়েছি। বিদ্যুৎ, খাবার, জ্বালানিসহ সবকিছুই সেখানে বন্ধ থাকবে।’

ভূমধ্যসাগরের তীরবর্তী গাজা উপত্যকার আয়তন ৩৬৩ বর্গকিলোমিটার। সীমান্তের বড় অংশ রয়েছে ইসরায়েলের সঙ্গে, বাকিটা মিসরের সঙ্গে। প্রায় ২৩ লাখ মানুষের বসবাস রয়েছে এখানে।

জাতিসংঘের তথ্যমতে, গাজার বাসিন্দাদের প্রায় ৮০ শতাংশ আন্তর্জাতিক ত্রাণ সহায়তার ওপর নির্ভর করেন। তাদের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ প্রতিদিনকার খাদ্যসহায়তার ওপর নির্ভর করে বেঁচে থাকেন।

গত শনিবার সকালে গাজা থেকে ইসরায়েলে ৫ হাজার রকেট ছোঁরে হামাস। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েলে। পাল্টাপাল্টি আক্রমণে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৫০০। অন্যদিকে ইসরায়েলে মৃত্যু ৭০০ ছাড়িয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply