Site icon Jamuna Television

জাতিসংঘে হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপনে ব্যর্থ যুক্তরাষ্ট্র

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব উত্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র। তবে এতে সাড়া দেয়নি জাতিসংঘ। রোববার (৮ অক্টোবর) রুদ্ধদ্বার বৈঠকে গাজা-ইসরায়েল চলমান সংঘাত ইস্যুতে কোনো সমঝোতা হয়নি। খবর সংবাদ সংস্থা এপি’র।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সমর্থনের অভাবে কোনো যৌথ বিবৃতি আসেনি এ অধিবেশনে। প্রায় ৯০ মিনিটের অধিবেশনে চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিন্দা প্রস্তাব না ওঠায় পরোক্ষভাবে রাশিয়াকে দোষ দেন মার্কিন প্রতিনিধি রবার্ট উড। ক্ষোভ জানিয়ে এ মার্কিন কূটনীতিক বলেন, অধিবেশনে বেশ কয়েকটি দেশ হামাসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবে সমর্থন জানিয়েছে। তবে সবাই এতে সায় দেয়নি। আমি না বললেও তাদের মধ্যে একটি দেশকে আপনারা শনাক্ত করতে পারবেন।

অন্যদিকে রুশ প্রতিনিধি বলেন, দশকের পর দশক একই কথা বলার পরও স্থায়ী সমাধান হয়নি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আবারও বৈঠকের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এসজেড/

Exit mobile version