Site icon Jamuna Television

পদ্মাসেতু দিয়ে ভাঙ্গায় ট্রেন যাবে আজ

আরও একটি স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে জাতি। ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার নতুন রুটে ট্রেন চলবে মঙ্গলবার (১০ অক্টোবর)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রুটের উদ্বোধন করবেন।

জানা যায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশনের উদ্দেশে যাত্রা করবেন। বেলা ১১টায় পদ্মা রেল সংযোগ প্রকল্পের মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশনে ফলক উন্মোচনের মাধ্যমে ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন করবেন তিনি। এরপর তিনি সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

দুপুর পৌনে ১ টায় মাওয়া থেকে পদ্মাসেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পদ্মা রেলসেতুতে ট্রেন চলাচল উদ্বোধন উপলক্ষে ভাঙ্গায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়ও বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এনকে

Exit mobile version