ইসরায়েলের বিরামহীন বিমান হামলায় ৭০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩৪ জন শিশু এবং ১০৫ জন নারী রয়েছেন। এতে আহত হয়েছেন ৩ হাজার ৮০০’র বেশি মানুষ। খবর আল জাজিরার।
ফিলিস্তিন কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের হামলায় গাজায় ৬৮৭ জন এবং পশ্চিম তীরে নিহত হয়েছেন ১৭ জন। অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্যমতে হামাসের হামলায় ইসরায়েলে প্রাণহানি ৯০০ ছাড়িয়েছে।
গাজায় বোমা হামলা চালিয়ে নিরীহ বেসামরিক মানুষ হত্যা বন্ধ না করলে জিম্মি ইসরায়েলিদের মেরে ফেলার হুমকি দিয়েছে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস।
সংগঠনটির সামরিক শাখার মুখপাত্র আবু ওবায়দা এই হুমকি বলেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই নিরাপরাধ মানুষকে (ফিলিস্তিনি) টার্গেট করা হলে এর পরিণতি খারাপ হবে। তখন আমাদের জিম্মায় থাকা ইসরায়েলি নাগরিকদের হত্যা করা হবে এবং সেই দৃশ্য সম্প্রচার করতে বাধ্য করা হবে।
/এনকে
Leave a reply