গত সাড়ে চৌদ্দ বছরের বাংলাদেশ, একটি বদলে যাওয়া বাংলাদেশ। এই বাংলাদেশ গড়তে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা রেলসেতু উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, রেলের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
সরকারে পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪১ সালে দেশ ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত হবে বলে মন্তব্য করেন সরকার প্রধান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের অবাধ-নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ব্যতিত অন্য যারা ক্ষমতায় এসেছে, তারা ভোটচুরি করেই ক্ষমতায় এসেছিল বলে জানান প্রধানমন্ত্রী।
এসজেড/
Leave a reply