গাজায় হামলা চালালে জিম্মিদের হত্যার হুমকি দিলো হামাস

|

গাজার বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি হামলা অব্যহত থাকলে ইসরায়েলি জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে হামাস। সোমবার (৯ অক্টোবর) হামাসের পক্ষ থেকে এই সতর্কবার্তা দেয়া হয়। এছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালান্টের গাজাকে সম্পূর্ণ অবরোধের ঘোষণাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ। খবর আল জাজিরার।

হামাস জানায়, কোনো ধরনের সতর্কতা ছাড়া যদি ইসরায়েল বেসামরিক ফিলিস্তিনিদের বাড়িতে বোমা বর্ষণ করে, তখনই একজন ইসরায়েলি জিম্মিকে হত্যা করা হবে।

হামাসের সাথে চলমান যুদ্ধে ইসরায়েল ইতোমধ্যে তিন লক্ষ রিজার্ভ সামরিক বাহিনী একত্রিত করেছে। এছাড়াও গাজা উপত্যকাকে অবরোধ করে লক্ষ লক্ষ বাসিন্দাদের খাদ্য, পানি এবং জ্বালানি সংগ্রহ বন্ধ করেছে তারা।

প্রসঙ্গত, শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। এর জেরে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি আক্রমণে গাজায় এ পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত ৭০৪ জনের এবং ইসরায়েলের প্রাণহানি ইতোমধ্যে ৯০০ ছাড়িয়েছে।

/এমএইচ/এসেজড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply