Site icon Jamuna Television

ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড গড়লো ‘জাওয়ান’

'জাওয়ান' সিনেমার একটি দৃশ্য। ছবি: হিন্দুস্তান টাইমস।

ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে ‘জাওয়ান’ বিশ্বব্যাপী ১ হাজার ১১৭ কোটি রুপি অতিক্রম করেছে। সেই সাথে ২০২৩ সালের সর্বোচ্চ আয়কারী সিনেমার মর্যাদাও পেয়েছে শাহরুখ খানের এই ছবি। মঙ্গলবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট অফিসিইয়াল পেইজ থেকে পোস্ট করে লিখেছে, আমরা খুব আনন্দের সাথে জানাচ্ছি ‘জওয়ান’র বিশ্বব্যাপী মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১ হাজার ১১৭ কোটি।

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পোস্টে আরও বলা হয়, ‘জাওয়ান’ টিকিট উইন্ডোতে পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে। এটি সদ্য মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলোর চেয়ে বেশ ভালো করছে। শেষ পর্যন্ত ‘জাওয়ান’ বক্স অফিসে কেমন করবে, তা সময়ই বলে দেবে।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর সারাবিশ্বে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’। সিনেমাটিতে কিং খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। অতিথি চরিত্রে রয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ।

/এআই

Exit mobile version