ইসরায়েলকে অস্ত্র দিলেও ইউক্রেনে সামরিক সহায়তার ঘাটতি হবে না: পেন্টাগন

|

ইসরায়েলে অস্ত্র দিলেও ইউক্রেনে সামরিক সহায়তায় ঘাটতি হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর। এরইমধ্যে অস্ত্র-গোলাবারুদ নিয়ে একটি এয়ারক্রাফট পাঠানো হয়েছে বলে জানান শীর্ষস্থানীয় এক কর্মকর্তা। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মার্কিন অস্ত্রভাণ্ডারের তালিকা যাচাই করা হচ্ছে। কী ধরনের অস্ত্র-গোলাবারুদ দেয়া সম্ভব খতিয়ে দেখা হচ্ছে তা।

মিত্র ইসরায়েলের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে পেন্টাগন এমন কথাও জানান তিনি। তবে ইসরায়েলকে কী ধরনের অস্ত্র বা সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র তা স্পষ্ট করেননি তিনি। তেলআবিবকে দিতে গিয়ে, কিয়েভে অস্ত্র সররবরাহ বাধাগ্রস্ত হবে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশকেই সামরিক সহায়তা দেয়ার সক্ষমতা আছে বলে আত্মবিশ্বাসী পেন্টাগন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply