স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর ফাঁসির আদেশ

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের নলডাঙ্গায় স্ত্রী রোকেয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওসমান গনিকে (৫৫) ফাঁসির আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওসমান গনি উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত ইসমাইল মৃধার ছেলে।

আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, আসামি ওসমান গনির সাথে রোকেয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতো ওসমান গনি। নির্যাতন সহ্য করতে না পেরে বেশ কয়েকবার ভাইয়ের কাছ থেকে টাকা এনে দেয় রোকেয়া। তবুও তাদের মাঝে যৌতুক নিয়ে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে। এক পর্যায়ে ২০১৩ সালের ২১ আগস্ট রাতে রোকেয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে ওসমান গনি। এরপর স্ত্রী আত্মহত্যা করেছে বলে রোকেয়ার ভাইদের জানোনো হয়। পরে রোকেয়ার ভাই সেখানে গিয়ে রোকেয়ার মরদেহ দেখতে পায়।

দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে ফাঁসির রায় ঘোষণা করেন আদালতের বিচারক। ফাঁসির দণ্ড দেয়া ছাড়াও আসামিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে বাদী পক্ষ।

/এমএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply