ওপেনার কুশল পেরেরার শূন্য রানে আউটের পর শ্রীলঙ্কা দলের হাল ধরেছেন কুশল মেন্ডিস। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা মেন্ডিসের ঝড়ো সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে লঙ্কানরা। শুরুর ধাক্কা সামলে ওপেনার পাথুম নিসাঙ্কার সাথে জুটি গড়েন মেন্ডিস। পাথুম নিসাঙ্কা হাফ সেঞ্চুরির পরে আউট হয়ে গেলেও ১৩ চার ও ৪ ছক্কায় ৬৫ বলে নিজের ব্যক্তিগত ও বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে দ্রুততম সেঞ্চুরি করে এখনও ক্রিজে আছেন কুশল মেন্ডিস।
এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটায় হায়দরাবাদে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় এশিয়ার এই দুই পরাশক্তি। নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফলে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় লঙ্কানরা। ম্যাচের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কুশল পেরেরা। তবে, তিনে ব্যাটিংয়ে নামা কুশল মেন্ডিসকে নিয়ে দারুণ জুটি গড়েন পাথুম নিসাঙ্কা। সাদাব খানের বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে সাত চার ও এক ছক্কায় ৬১ বলে ৫১ রান।
/এমএইচ
Leave a reply