ব্রাহ্মণবাড়িয়ার অর্জনগুলো দাঙ্গা-মারামারির কারণে ম্লান হয়ে যায়: জেলা প্রশাসক

|

আখাউড়া প্রতিনিধি :

শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়া, অথচ ব্রাহ্মণবাড়িয়ার এ অর্জনগুলো দাঙ্গা ও গোষ্ঠীগত মারামারির কারণে ম্লান হয়ে যায়- এমন করেছেন জেলা প্রশাসক শাহগীর আলম।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদের সামনে বাংলাদেশ স্কাউটস আখাউড়া উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় দাঙ্গা বিরোধী ক্যাম্পেইনে জেলা প্রশাসক এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আইনমন্ত্রী আনিসুল হক কসবা-আখাউড়ায় সংসদ সদস্য হওয়ার পর থেকে দাঙ্গা বন্ধ হয়েছে। আবার যদি আপনারা এই দাঙ্গা হাঙ্গামা করেন, তাহলে আইনমন্ত্রীর অর্জনগুলো ম্লান হবে। তিনি শুধু আখাউড়া-কসবার নয়, তিনি জাতীয় পর্যায়ের একজন ব্যক্তিত্ব; তার অর্জনগুলো যেনো ম্লান না হয়।

এসময় পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সম্পর্কে তিনি বলেন, পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকে দাঙ্গায় ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধারের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় অস্ত্র উদ্ধার চলমান রাখার আহ্বান জানান জেলা প্রশাসক।

এএস/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply