ডিজিটালাইজেশন হচ্ছে ফায়ার সার্ভিসেও, আরও বাড়বে সেবার মান: স্বরাষ্ট্রমন্ত্রী

|

সকল ক্ষেত্রে ডিজিটালাইজেশনের ধারাবাহিকতায় ফায়ার সার্ভিসেও সব কিছু ডিজিটাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, সংস্থাটিকে আরও কার্যকর করতে নানা আধুনিক প্রযুক্তি এবং সরঞ্জামও যুক্ত করা হচ্ছে।

বুধবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রধান কার্যালয়ে ইমার্জেন্সি রেসপন্স কন্ট্রোল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, নতুন ভবনের প্রযুক্তিগত সুবিধা সংস্থাটির কাজে আরও গতি আনবে। নতুন ৫০৩টি ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। এর ফলে কোনো দুর্যোগ বা দুর্ঘটনায় সারা দেশেই ফায়ার সার্ভিস মানুষকে সেবা দিতে পারবে। ফায়ারের কর্মীরা আগামী দিনেও নিরলসভাবে এবং আন্তরিকতা নিয়ে মানুষের বিপদে পাশে দাঁড়াবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply