ইসরায়েলের বিমান হামলায় স্বপরিবারে নিহত হামাসের শীর্ষ কমান্ডারের ভাই

|

গাজায় ইসরায়েলের চালানো বিমান হামলায় হামাসের শীর্ষ এক কমান্ডারের ভাই নিহত হয়েছেন। এ হামলায় প্রাণ হারিয়েছে ওই ব্যক্তির দুই সন্তানও। খবর ইউরো নিউজের।

বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। বলা হয়েছে, স্থানীয় সময় সকালে গাজার দক্ষিণাঞ্চলের একটি ভবনে বিমান হামলা চালায় ইহুদি সেনারা। ওই ভবনেই পরিবার নিয়ে বসবাস করতেন হামাসের আল-কাশাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার মোহাম্মদ আল-দেইফের ভাই। এই হামলায় গুড়িয়ে যায় ভবনটি। এক ছেলে ও এক মেয়েসহ নিহত হন এই কমান্ডারের ভাই।

এ ঘটনায় আরও অনেকে হতাহত হয়েছেন বলে জানা গেছে। তবে হামলার সময় ওই ভবনে মোহাম্মদ আল-দেইফ নিজেও উপস্থিত ছিলেন কিনা তা জানা স্পষ্ট নয়।

এদিকে, বুধবারই ইসরায়েলের অভিযানে গাজায় প্রাণ হারিয়েছেন হামাসের দুজন কর্মকর্তা। তাদের পরিচয় এখনও জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিতে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। পাল্টা আগ্রাসন শুরু করে দখলদার বাহিনীও। এতে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলের হামলায় ৯০০ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের আক্রমণে নিহত হয়েছে অন্তত ১২০০ ইসরায়েলি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply