স্টাফ করেসপনডেন্ট, পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে আগুনে পুড়ে ছাই হয়েছে অন্তত ৭টি দোকান। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার নিজহাওলা গ্রামের খালগোড়া বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা জানান, অগ্নিকাণ্ডে ২টি ঔষধের দেকান, ২টি সেলুন, ১টি চা ও ইলেক্ট্রনিক্স পণ্যের দোকান, ১টি পান-সুপারির দোকান ও ১টি ফলের আড়ৎ পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় একটি চায়ের দোকান ও ইলেক্ট্রনিক্সের দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজনের সাথে রাঙ্গাবালী থানা পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। ততক্ষণে আগুনে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, আমি সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। ওখানে থাকা সাতটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা জানা যায়নি। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে।
এ নিয়ে রাঙ্গাবালী থানার ওসি মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এএস/
Leave a reply