জার্মানির ফুড ফেয়ারে অংশ নিলো মেঘনা গ্রুপের তানভীর ফুড লিমিটেড

|

Anuga Food Fair-২০২৩ এ অংশগ্রহণ করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর অঙ্গ প্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেড। এটি বিশ্বের অন্যতম ফুড এবং বেভারেজ এক্সিবিউশন। গত ৭ অক্টোবর জার্মানির কলমেসা এক্সজিবিসন সেন্টারে (koelnmesse Exibition Cetre, COLOGNE, GERMANY) শুরু হয় এই আয়োজন। ৫দিন ব্যাপী এই ফুড ফেয়ার চলবে ১১ অক্টোবর পর্যন্ত।

এই মেলায় অংশগ্রহণ করেছে বিশ্বের ১১৮টিও বেশি দেশের প্রায় ৭৮০০টি প্রতিষ্ঠান। বিশ্বের নামী দামী ডিলার ও ডিস্ট্রিবিউটররা আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন এই আয়োজনে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পণ্য বিশ্ব দরবারে পরিচিত করার পাশাপাশি বিভিন্ন দেশে পণ্য রফতানি করাই মেলায় অংশগ্রহণের মূল লক্ষ্য। বর্তমানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পণ্য জাপান, কাতার, সৌদি আরব, ইতালি, ভারত, সিঙ্গাপুর, বাহরাইন, মালয়েশিয়া, ফ্রান্স, লন্ডন, শ্রীলংকা, চায়না, নেপাল, অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, জার্মানিসহ অন্যান্য দেশে রফতানি করা হচ্ছে। এতে করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হচ্ছে, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply