পূর্ব জেরুজালেমে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষে নিহত ২

|

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরের পর সংঘাত ছড়িয়েছে পূর্ব জেরুজালেমেও। মঙ্গলবার (১০ অক্টোবর) বেশ কিছু স্থানে ইসরায়েলি পুলিশের সাথে সংঘর্ষ হয় ফিলিস্তিনি তরুণদের। খবর আনাদোলু এজেন্সির।

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দু’জনের। নিহতদের নাম আব্দেল রাহমান ফারাজ ও আলি আল আবাসি। ফিলিস্তিনের সরকারি গণমাধ্যম ওয়াফা জানায়, সিলওয়ান এলাকায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছিল বহু মানুষ। তাদের ওপর নির্বিচারে বুলেট ও গ্যাস বোমা ছোঁড়ার অভিযোগ করা হয়।

তেল আবিবের দাবি, সীমান্তে পাহাড়ায় থাকা ইসরায়েলি পুলিশ সদস্যদের লক্ষ্য করে পটকা ও পাথর ছুঁড়ে মারে ফিলিস্তিনিরা। তাদের দমনে কঠোর হয় ইহুদি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলের পুলিশ সতর্কবার্তা দেয়, আইনশৃঙ্খলা ভঙ্গ বা সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।

উল্লেখ্য, চলতি সপ্তাহে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণহানি হয় ১৯ জনের। ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর সব মিলিয়ে দুই হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে।


/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply