এমপি নির্বাচন করতে উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে শোডাউন

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল :

এমপি নির্বাচনের প্রার্থী হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন টাঙ্গাইলের গোপালপুরের ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপালপুরের ঝাওয়াইল বাজার এলাকা থেকে শোডাউন শুরু করেন তিনি। পরে ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে গোপালপুরে গিয়ে তা শেষ হয়।

যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন, তবে ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

তিনি বলেন, আমি গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলাম কিন্তু চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ না করায় জনমত আমার পক্ষে থাকার পরেও মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন না ধৈর্য ধরতে বলেছিলেন। গতবার উপজেলা চেয়ারম্যান পদ বাধার কারণ হয়েছিল। এবার যেন তেমন কিছু না হয় তাই তফসিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম আরা রিনি বলেন, গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগের জন্য স্থানীয় সরকার বিভাগের বরাবর আবেদন করেন। পরে মন্ত্রণালয় পদত্যাগ গ্রহণ করে। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। উপজেলার পরিষদের প্যানেল চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে।
এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply