Site icon Jamuna Television

কে কী বললো তাতে কিছু যায় আসে না: তোফায়েল আহমেদ

ছবি:সংগৃহীত

কে কী বললো, না বললো তাতে কিছু যায় আসে না। বিরোধী দল হিসেবে তারা বক্তব্য দেবেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমদ। বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে।

বুধবার (১১ অক্টোবর) ভোলাতে একটি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত।

এসময় তিনি ভোলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন। এতে ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/আরএইচ/এটিএম

Exit mobile version