গত পাঁচ দিন ধরে চলা ইসরায়েলের বোমা হামলায় নয় জাতিসংঘ কর্মী নিহত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) এ তথ্য জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। আল জাজিরার খবর।
সংস্থাটির যোগাযোগ বিষয়ক পরিচালক জুলিয়েট তোমা বলেছেন, সংঘাতের সময়ে বেসামরিক নাগরিকদের সুরক্ষা সবার আগে। যুদ্ধের আইন অনুসারে তাদের সুরক্ষা দেয়া উচিত বলে মনে করেন তিনি।
এদিকে, উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সদর দফতরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক এই উদ্ধারকারী সংস্থাটি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
/এএস /এএম
Leave a reply