গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা চলছেই। বুধবার (১১ অক্টোবর) রাতভর বোমাবর্ষণে মৃত্যু হয় কমপক্ষে ৫১ জনের। আহত হন ২৮১ জন। এ নিয়ে গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে প্রাণহানি ১১শ’ ছাড়ালো। খবর দ্য গার্ডিয়ানের।
তেলআবিবের দাবি, বুধবার হামাসের দুই শতাধিক ঘাঁটিকে টার্গেট করা হয়েছে। তবে গাজা কর্তৃপক্ষ বলছে, আবাসিক এলাকা লক্ষ্য করেও হামলা চালিয়েছে দখলদাররা। সাবরা, আল জায়তুন, আল নাফাক ও তাল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে বহু ভবন।
খান ইউনিস ও বুরেইজ শরণার্থী শিবিরেও ইহুদি সেনারা হামলা চালিয়েছে বলে জানিয়েছে হামাস। বাড়িঘর হারিয়ে স্কুল-কলেজ ভবনে আশ্রয় নিয়েছে বহু মানুষ। অনেকের ঠাঁই হয়েছে রাস্তায়। সেখানেও চলছে বোমা বর্ষণ।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহের হামলায় সাড়ে ২২ হাজারের বেশি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বিধ্বস্ত হয়েছে কমপক্ষে ১০টি হাসপাতাল ও ৪৮টি স্কুল।
এসজেড/
Leave a reply