Site icon Jamuna Television

চট্টগ্রামে ঢুকছে ভারতীয় পেঁয়াজ, পাইকারিতে দাম কমলেও প্রভাব নেই খুচরা বাজারে

দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ট্রাকে-ট্রাকে ঢুকছে ভারতীয় পেঁয়াজ। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার আমদানি শুরু হওয়ায় সরবরাহ ঘাটতি কেটেছে। তবে একদিনের ব্যবধানে পাইকারিতে দাম কমলেও, খুচরা বাজারে এর প্রভাব নেই।

বুধবার (১১ অক্টোবর) রাত থেকেই ভারতীয় পেঁয়াজ ঢুকছে। আড়তে সরবরাহ বাড়ায় পাইকারিতে ১০-১২ টাকা কমেছে পেঁয়াজের দাম। বড় আকারের পেঁয়াজের দাম ৬৮ টাকা থেকে ৫৭ টাকা এবং ছোট পেঁয়াজের দাম নেমেছে ৫২-৫৫ টাকায়।

এদিকে, পাইকারি বাজারে দাম কমার প্রভাব নেই চট্টগ্রামের খুচরা বাজারে। সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। বিক্রেতারা বলছেন, নতুন আসা ভারতীয় পেঁয়াজ এখনও পৌঁছায়নি তাদের কাছে। তাই এখনও আগের দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ।

এদিকে, ভারতীয় পেঁয়াজ বাজারে আসার পরই ধস নেমেছে চীন ও পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজের বাজারে। এমনিতেই এগুলোর চাহিদা কম, তার উপর একদিনের ব্যবধানে দাম কমেছে ২০-২৫ টাকা।

সরবরাহ ঘাটতি কেটে যাওয়ায় চট্টগ্রামে এখন থেকে সরকার নির্ধারিত ৬৫ টাকায় পেঁয়াজ মিলবে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এসজেড/

Exit mobile version