Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় উদ্বোধনের আগেই ব্রিজে ফাটল, ধসে পড়েছে কংক্রিটের ব্লক

চুয়াডাঙ্গায় উদ্বোধনের আগেই একটি ব্রিজের গাইড ওয়ালে দেখা দিয়েছে ফাটল। এরই মধ্যে ধসে পড়েছে ব্রিজটির ব্লক। চুয়াডাঙ্গার দামুড়হুদার পাটাচোরা গ্রামে এ ঘটনা ঘটেছে। সাড়ে ৮ কোটি টাকার ব্রিজ নির্মাণে দুর্বল সামগ্রী ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অবশ্য বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা দামুড়হুদার পাটাচোরা-বাঘাডাঙ্গা গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই সেতু। দুর্ভোগ কমাতে ভৈরব নদের উপরে নির্মাণ করা হয় ৯৬ মিটারের সেতুটি। নির্মাণ কাজ শেষ হয়েছে গতমাসে। অথচ ফাটল দেখা দিয়েছে গাইড ওয়ালে। কংক্রিটের ব্লকও খসে পড়েছে।

গ্রামবাসীর অভিযোগ, গোপনে নির্মাণ কাজ সেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণেও নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে।

ব্রিজটির এমন দশা সম্পর্কে অবগত আছেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ। সংস্কারের মাধ্যমে ত্রুটির সমাধান করার আশ্বাস দিয়ে তিনি বলেন, বৃষ্টির কারণে এমনটি হয়েছে। কার্পেটিং শেষ করে আবারও ক্ষতিগ্রস্ত অংশ ঠিক করে হস্তান্তর করা হবে।

বিষয়টি নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতাও। তিনি বলেন, বিষয়টির সমাধানে সংশ্লিষ্টদের সাথে কথা বলবো। সেই সাথে এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখা হবেভ

২০২১ সালে নির্মাণ কাজ শুরু হয় এই ব্রিজের। ৮ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এটি।

এসজেড/

Exit mobile version