কিউইদের বিপক্ষে ম্যাচ, কাদের কাঁধের ওপর নির্ভর করবে বাংলাদেশ

|

ম্যাচ জিততে হলে দায়িত্ব নিতে হবে টপ অর্ডারকে। ছবি: সংগৃহীত

ম্যাচের শুরুতে ব্যাটিং হোক কিংবা বোলিং, ভালো শুরু না পেলে বাংলাদেশ দলের আধিপত্য দেখানোর উদাহরণ খুব কম আছে। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইতে নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচে তাই ভালো শুরু পাওয়ার কোনো বিকল্প নেই টাইগারদের।

ব্যাট হাতে সেই ভালো শুরুর দায়িত্বটা লিটন দাসের কাঁধে থাকবে। প্রস্তুতি ম্যাচের পর ইংলিশদের বিপক্ষেও রান পেয়ে আবারও সেরা ছন্দে ফেরার আভাস দিচ্ছেন লিটন। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে লিটন বিধ্বংসী ইনিংস খেলতে পারলে বড় স্কোরের ভিত পাবে বাংলাদেশ।

তিন নম্বরে ইনফর্ম নাজমুল হোসেন শান্তর ব্যাটে রান আসাটাও খুব জরুরি। আফগানদের সাথে অপরাজিত ফিফটি করা এই ব্যাটার ইংলিশদের বিপক্ষ ব্যর্থ ছিল। তবে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করার কীর্তি আছে, এই ম্যাচে তা আত্মবিশ্বাসের খোরাগ জোগাবে শান্তকে।

মিডল অর্ডারে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের রান করাটাও খুব জরুরি। এশিয়া কাপে ভারতের বিপক্ষ ৮০ রানের ইনিংস খেলার পরের দুই ম্যচে ব্যর্থ ছিলেন সাকিব। যার প্রভাব পড়েছে দলের ব্যাটিংয়েও। রানের মধ্যে আছেন মিডল অর্ডারে টাইগারদের স্তম্ভ মুশফিকুর রহিম। তবে তিনি ফিফটিকে বড় করতে পারছেন না। বড় জুটি অথবা বড় ইনিংস খেলা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মুশি-সাকিবের জন্য।

তবে বড় সংগ্রহ বা বড় রান তাড়া করতে হলে লোয়ার অর্ডার থেকেও ক্যামিও ইনিংস খেলতে হবে শেখ মেহেদী, তাসকিনদের।

বোলিংয়েও ভালো শুরুটা খুব প্রয়োজন। বিশেষ করে নতুন বলে দ্রুত উইকেট নিতে হবে মোস্তাফিজ-তাসকিনদের। বিপক্ষের ওপেনারদের উইকেটে জমতে দেয়া যাবে না। পেসাররা শুরুর কাজটা করতে পারলে মিডল ওভারে স্পিনাররা নিশ্চয়ই চাপে ফেলতে পারবেন নিউজিল্যান্ডকে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply