Site icon Jamuna Television

ইসিতে তৃণমূল বিএনপির ১২ প্রস্তাব, সরকারের অধীনে নির্বাচনে যাবে দলটি

বর্তমান সরকারের অধীনেই নির্বাচন করার কথা জানিয়েছে তৃণমূল বিএনপির নেতারা। নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠকে দলটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্যান্য কমিশনাররাও অংশ নেন।

বৈঠক শেষে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী বলেন, সংবিধানের আলোকে এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে তৃণমূল বিএনপি। কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় তৃণমূল বিএনপি নির্বাচন করবে না।

এ সময় ব্রিফিংয়ে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম বলেন, সুষ্ঠু নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে কমিশন। আজকের বৈঠকে তৃণমূল বিএনপি ১২টি প্রস্তাব তুলে ধরেছে।

/এমএন

Exit mobile version