ঢামেকে ৫ সন্তানের জন্ম দিলেন মানসুরা

|

ফাইল ছবি

ডিএমসি করেসপন্ডেন্ট:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন মানসুরা নামের এক নারী। এদের মধ্যে ১ ছেলে ও ৪ কন্যা নবজাতক রয়েছে। এই ৫ নবজাতকের মধ্যে এক কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। বাকি ৪ জন এনআইইউতে আছে। এদিকে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের অবস ও গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আফরোজ শিলা। বলেছেন, নরসিংদীর মানসুরা সকালে গাইনি বিভাগে ভর্তি হন। এ সময় তিনি ৫ নবজাতকের জন্ম দেন। জন্মের সময় এক কন্যা নবজাতকের মৃত্যু হয়েছে। আর মানসুরা অবজারভেশনে রয়েছেন।

মানসুরার স্বামী সিএনজি চালক আমির উদ্দিন মামুন জানান, নরমাল ডেলিভারিতে জন্ম নেন নবজাতকেরা। তবে সবার ওজন খুবই কম। সন্তানদের মায়ের অবস্থা ভালো আছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply