তত্ত্বাবধায়ক ইস্যুতে বিএনপির সাথে আপসের সুযোগ নেই: কৃষিমন্ত্রী

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপির সাথে আপসের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, তবে এখনও আওয়ামী লীগের দরজা খোলা আছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আশা প্রকাশ করেন, বিএনপি নির্বাচনে আসবে।

কৃষিমন্ত্রী বলেন, ৯০ দিন বিএনপি দেশ অচল করার চেষ্টা করেছে, গাড়িতে আগুন দিয়ে মানুষ মেরেছে, স্কুল কলেজে আগুন দিয়েছে, রেল লাইন তুলেছে। কিন্তু আওয়ামী লীগের পতন ঘটাতে পারেনি।

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ইস্যুতে বিদেশিদের চাপ রয়েছে। এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো চাপের কাছে আওয়ামী লীগ মাথানত করবে না। জেল জুলুমের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। প্রয়োজনে আমরা জেলে যাবো তবুও কো্নো চাপে মাথা নতো করবো না।

তিনি বলেন, সংবিধানে সুস্পষ্ট লেখা আছে, যে সরকার থাকবে তার অধীনেই নির্বাচন হবে। সরকার সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করবে। যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।

/আরএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply