ভেনেজুয়েলায় হোঁচট খেয়ে পয়েন্ট হারালো ব্রাজিল

|

ছবি: সংগৃহীত

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পান্তানাল অ্যারেনায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

তারকায় ঠাসা আক্রমণভাগ নিয়েও ব্রাজিল সেভাবে জ্বলে উঠতে পারেনি। প্রথমার্ধে কিছুটা ছন্নছাড়া ছিল দলটির আক্রমণভাগ। ম্যাচের ৫০ মিনিটে নেইমারের কর্নার থেকে হেডারে ব্রাজিলকে এগিয়ে দেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ৭০ মিনিটে ভিনিসিয়াসের দেয়া গোল বাতিল হয় অফসাইডে। উল্টো ম্যাচের ৮৫ মিনিটে ব্রাজিলের জালে বল জড়ান ভেনেজুয়েলার এডোয়ার্ডো বেল্লো। এতে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বলের দখল ছিল ব্রাজিলের পায়ে। শট অন টার্গেটেও এগিয়ে ছিল ব্রাজিল। প্রথমার্ধে নেইমারের একটি শট দারুণ দক্ষতায় ফেরান ভেনেজুয়েলা গোলরক্ষক রাফায়েল রোমো।

এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। ভেনেজুয়েলা আছে ছয় নম্বরে।

/আরএইচ /এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply