দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হওয়ার নোটিশ স্থগিত চেয়ে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতির কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আমীর খসরুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদদু আহমদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
আদেশের পর খুরশীদ আলম খান বলেন, আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।
গত মঙ্গলবার এ রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন হাইকোর্টের একই বেঞ্চ।
একই দিন বিএনপি নেতার এ রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ছিল।
কিন্তু শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন।
এর আগে হাইকোর্টের আরও একটি বেঞ্চ অপারগতা প্রকাশ করেছিলেন।
এ অবস্থায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতির কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে নেয়া হয় রিট আবেদনটি। এ আদালতে ওই দিনই (মঙ্গলবার) শুনানি হয়।
গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করা হয়।
গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আমীর খসরুকে ২৮ আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।
ওই চিঠিতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়।
Leave a reply