টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড, ফিরেছেন মাহমুদউল্লাহ

|

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। টস হেরেও অসন্তুষ্ট নন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বলেছেন, প্রথমে ব্যাট করতে আমরা অখুশি হবো না। এই পিচে বল ব্যাটে আসবে।

তৃতীয় ম্যাচে আবারও একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত ম্যাচে চার উইকেট পাওয়া শেখ মেহেদীর পরিবর্তে দলে ঢুকেছেন তিনি। এছাড়া নিউজিল্যান্ড একাদশে উইল ইয়ংয়ের পরিবর্তে অধিনায়ক হিসেবে ফিরেছেন কেন উইলিয়ামসন।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ল্যাথাম, ডেভন কনওয়ে, রাচীন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, ডেরিল মিচেল, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply