গাজায় বোমাবর্ষণ নিয়ে ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

|

ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর গাজায় গত ছয় দিনে ছয় হাজারের অধিক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন বোমাবর্ষণ অব্যাহত থাকলে চলমান যুদ্ধ অন্যান্য ফ্রন্টেও শুরু হতে পারে বলে হুঁশিয়ারি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

লেবাননের রাজধানীতে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। কথা বলার এক পর্যায়ে ইসরায়েলকে সতর্কতা জানিয়ে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার (১৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ইসরায়েলে হিজবুল্লাহর হামলার প্রতি ইঙ্গিত জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা উপত্যকায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত থাকলে এই সংঘাত ইসরায়েলের অন্যান্য সীমান্ত এলাকাগুলোতেও ছড়িয়ে পড়বে।

ইসরায়েল-হামাস যুদ্ধ ইস্যুতে বর্তমানে লেবানন সফর করছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধিরাও তাকে স্বাগত জানান। এরইমধ্যে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর সাথেও বৈঠক করেছেন আমির আব্দুল্লাহিয়ান।

প্রসঙ্গত, আমির আব্দুল্লাহিয়ান এমন এক সময়ে লেবানন সফর করছেন যখন লেবাননের দক্ষিণ সীমান্তে তেহরানের মিত্র হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

/এমএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply