ইসরায়েলে হামাসের অভিযান ‘আল আকসা ফ্লাডের’ সমর্থন এবং তেলআবিবের হামলার প্রতিবাদে মুসলিম বিশ্ব বিক্ষোভের ডাক দেয়। শুক্রবার হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমে আসে। জুমার নামাজের পর ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে রাস্তায় নামে হামাসের সবচেয়ে বড় সমর্থক, ইরানের হাজার হাজার মানুষ। এ সময় ইসরায়েলের পাশপাশি যুক্তরাষ্ট্র বিরোধী স্লোগানো দেয় তারা। পোড়ানো হয় দুই দেশের পতাকাও। শুক্রবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরাক, লেবানন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও। অন্যদিকে, এশিয়ার পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেকে দেশেই পালিত হয়েছে কর্মসূচি। অনেক জায়গায় পুলিশের বাধায় তৈরি হয় উত্তেজনাকর পরিস্থিতি।
সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাপানের মতো দেশগুলোতেও ইসরায়েলের বর্বরতা বন্ধের আহ্বান জানিয়ে র্যালি করেছে সাধারণ মানুষ। বাদ যায়নি ভারতও। এদিকে, সীমান্ত পাড়ি দিয়ে ফিলিস্তিনে ঢোকার চেষ্টা চালালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় জর্ডানের নাগরিকদের।
/এআই
Leave a reply