ইসরায়েলি সামরিক বাহিনীর আগ্রাসনে ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত আহত হয়েছেন সাত হাজার ৬৯৬ জন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।
শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে আল জাজিরার প্রকাশিত খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ২৫৬ জন। যার মধ্যে ২০ জন শিশু রয়েছে। এই সময়ে আহত হয়েছেন ১৭৮৮ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরে মৃত্যুর সংখ্যা ৫২ জনে পৌঁছেছে। যার মধ্যে শুক্রবার (১৩ অক্টোবর) এলাকাটির ১৬ জন নিহত হয়েছেন।
এদিকে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় অন্তত ১৩০০ টি ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।
জাতিসংঘের মানবিক সংস্থার (ওসিএইচএ) তথ্যমতে, ধ্বংস হওয়া ভবনগুলোর ৫ হাজার ৫৪০ টি আবাসন ইউনিট ধ্বংস হয়ে গেছে এবং প্রায় ৩ হাজার ৭৫০টি বাড়ি এতোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে, সেগুলো বসবাস অযোগ্য।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাসের হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০০ জন।
/এনকে
Leave a reply