বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
এই ম্যাচে ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে একাদশে ফিরেছেন তরুণ ওপেনার শুভমান গিল। তিনি একাদশে ফেরায় জায়গা হারিয়েছেন ঈশাণ কিষান। তবে পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন আসেনি।
ভারত একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ভিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আবদুল্লাহ শফিক , মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
/এনকে
Leave a reply