‘বাজার নিয়ন্ত্রণ করতে বাণিজ্যমন্ত্রীকেই আমদানির ট্রিগারে হাত রাখতে হবে’

|

বাজার নিয়ন্ত্রণ করতে চাইলে বাণিজ্যমন্ত্রীকেই আমদানির ট্রিগারে হাত রাখতে হবে বলে মন্তব্য করলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শনিবার (১৪ অক্টোবর) রাজধানীতে কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে বেসরকারি খাতের সদিচ্ছা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এক বিতর্কে এ মন্তব্য করেন তিনি। বলেছেন, টিসিবি প্রায় মরে যাচ্ছে। সংস্থাটিকে আবার উজ্জীবিত ও শক্তিশালী করে তুলতে হবে।

বাজারে অস্থিরতা বাড়ছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, সুযোগসন্ধানী লোকেরা অস্থিরতার সুযোগে অতি মুনাফা তুলে নিচ্ছে। সিন্ডিকেটের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

এ বিতর্ক অনুষ্ঠানে ভোক্তা অধিকারের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, বেসরকারি খাতের স্বদিচ্ছা না থাকলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশে উৎপাদিত পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার পেছনে অশুভ শক্তি জড়িত। আর বিপননব্যবস্থায় চরম দূর্বলতা রয়েছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply