হামাস কমান্ডার আলি কাদিকে হত্যার দাবি ইসরায়েলের

|

হামলার মূল পরিকল্পনাকারী হামাস কমান্ডার আলি কাদিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তাদের দাবি আলি কাদি গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে হামাসের এই হামলার নেতৃত্ব দিচ্ছিলেন। ইসরায়েলের অভিযানে তাকে হত্যা করা হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার (১৪ অক্টোবর) দেশটির নিরাপত্তা সংস্থা শিন বেটের গোয়েন্দা নির্দেশনায় এক বিমান হামলায় কাদির মৃত্যু হয়। তবে এ বিষয়ে হামাসের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

এদিকে, ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিমান বাহিনীর নেতা মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন বলেও দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর ডেইলি মেইলের।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা শুক্রবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে গাজা উপত্যকায় হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এ সময় হামাসের বিমান বাহিনীর প্রধান মুরাদ আবু মুরাদ নিহত হয়েছেন।

আইডিএফ’র মতে, আবু মুরাদ গত শনিবার গাজা সীমান্তের কাছে ইসরায়েলিদের উপর হামলার জন্য ‘সন্ত্রাসীদের’ (হামাস যোদ্ধা) প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply