কিছুদিন আগেই এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩ উইকেটে ৩১৪ রান করেছিলো নেপাল। যেটি আন্তর্জাতিক ও স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। তবে এটি এখন আর টি-টোয়েন্টির সর্বোচ্চ দলীয় সংগ্রহ নয়। বলা যায়, এটি পুরুষ দলের সর্বোচ্চ। কেননা, প্রথম দল হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ পার করেছে আর্জেন্টিনার নারী দল। ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে তারা তুলেছে ৪২৭ রান। যেটি স্বীকৃত কোনো টি-টোয়েন্টিতে নারী ও পুরুষ দল মিলে দলীয় সর্বোচ্চ।
আর্জেন্টিনা নামটা শুনলে হয়তো সবার সামনে ভেসে আসে লিওনেল মেসির কথা। ফুটবলে রাজত্ব করা দেশ আর্জেন্টিনা। গতবছর অনুষ্ঠিত কাতার বিশ্বকাপে ট্রফিও জিতেছে মেসির দল। আর্জেন্টিনা আবার ক্রিকেট খেলে না-কি? এমনটি ভাবতেই পারেন যেকেউ। আর্জেন্টিনার মেয়েরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছে ২০০৭ সাল থেকেই।
শুক্রবার (১৩ অক্টোবর) ঘরের মাঠ বুয়েনস এইরেসে চিলির মেয়েদের বিপক্ষে নামে আর্জেন্টিনার মেয়েরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে আর্জেন্টিনা। দুই ওপেনার লুসিয়া টেলর ও আলবার্তা গালানের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় ছিলেন চিলির বোলাররা। দুই ব্যাটারই তুলে নেন সেঞ্চুরি। তাদের সুবাদে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই ব্যাটারের সেঞ্চুরিও দেখলো ক্রিকেট বিশ্ব।
টেলর ৮৪ বলে ১৬৯ রানে মিরান্ডার বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙ্গে ৩৫০ রানের উদ্বোধনী জুটি। এই জুটি ক্রিজে ছিলেন, ১৬ দশমিক ৫ বল পর্যন্ত। টেলর ২৭ টি চার মারেন। অন্যপ্রান্তে আরেক ওপেনার আলবার্তা গালান অপরাজিত ছিলেন ১৪৫ রানে। চিলির বোলারদের ’নো’ বল করার সুবাদে তিনিও মোকাবিলা করার সুযোগ পান ৮৪ বল। তার ইনিংসে ছিল ২৩টি চারের মার। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা মারিয়া ১৬ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন।
শেষ পর্যন্ত এক উইকেটে ৪২৭ রান তোলে আর্জেন্টিনা। তবে রান পাহাড় গড়ার ম্যাচে আর্জেন্টিনার ব্যাটাররা একটি ছক্কাও হাঁকাতে পারেনি। ৫৭ টি চার এসেছে ইনিংসে।
আর্জেন্টিনার এই রান তোলায় চিলির বোলারদের অবদান কম নয়। ২০ ওভারে চিলির বোলাররা ৬৪টি ‘নো’ বল করেছে। ওয়াইড দিয়েছে ৮টি। সবমিলিয়ে অতিরিক্ত দিয়েছে ৭৩ রান। এর মধ্যে ফ্লোরেন্সিয়া মার্টিনেজ এক ওভারে দিয়েছেন ১৭টি ‘নো’। তার ওই ওভারে আসে ৫২ রান। এমিলা তোরো তিন ওভারে ২১ টি ‘নো’ বল করেন। তার তিন ওভারে আসে ৮৩ রান।
রান পাহাড়ে চড়তে গিয়ে চাপা পড়েছে চিলির মেয়েরা। ১৫ ওভারে মাত্র ৬৩ রানে অলআউট হয় যায় দলটি। ফলে ৩৬৪ রানের বিশাল জয় আর্জেন্টিনা। এটিও বিশ্ব রেকর্ড আর্জেন্টিনার। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড এখন তাদের। আগের রেকর্ডটি ছিল উগান্ডার। ২০১৯ সালে মালির মেয়েদের বিপক্ষে ৩০৪ রানে জিতেছিল উগান্ডা।
/এনকে
Leave a reply