Site icon Jamuna Television

পাংশায় ১১’শ বোতল ফেনসিডিলসহ ট্রাক চালক আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী কুষ্টিয়া মহাসড়কের শিয়ালডাঙ্গী নামক স্থানে অভিযান চালিয়ে ১১শ বোতল ফেনসিডিলসহ এক ট্রাক চালক কে আটক করেছে পাংশা থানা পুলিশ। রোববার ভোর রাতে ঢাকা মেট্রো-ট-১৪-৬৯১৭ নম্বররের ট্রাক ও চালক হুমায়ুন কবির তুহিন (২৩) কে আটক করা হয়।

আটককৃত তুহিন যশোর জেলার চৌগাছা মুক্তাদহ গ্রামের মোঃ জয়নুল আবেদীনের ছেলে। রোববার দুপুর ১টায় পাংশা থানা প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে আটককৃত চালক ও জব্দকৃত ফেনসিডিল প্রদর্শন করা হয়।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের এই চালান আটক করেছে পাংশা থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।

Exit mobile version