ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ভারত ও যুক্তরাজ্যে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দেশ দুইটিতে রাস্তায় নেমে বিক্ষোভ করে শত শত মানুষ। এ সময় বিক্ষোভেকারীরা ফিলিস্তিনের পতাকা ও বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে গাজার সাধারণ মানুষের প্রতি সমর্থন জানায়। খবর রয়টার্সের।
এরমধ্যে, ভারতের কলকাতায় ইসরায়েলবিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। বিক্ষোভকারীরা গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানান। বিক্ষোভেকারীরা বলছেন, অবৈধভাবে ফিলিস্তিনের ভূমি দখল করেছে ইসরায়েল। এখন সাধারণ মানুষের ওপরও চালাচ্ছে নৃশংস হামলা। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিও তোলেন অনেকে। দেয়া হয় পশ্চিমাবিরোধী স্লোগানও।
এদিকে, পুলিশের হুঁশিয়ারি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ করেছে শত শত মানুষ। বিক্ষোভকারীরা তেল আবিবের আগ্রাসন বন্ধের দাবিও তোলেন।
বিক্ষোভে তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা ও প্ল্যাকার্ড। ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক কেফিয়্যাহ পরে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন অনেকে।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেয়ায় বিক্ষোভকারীরা এ সময় সরকারবিরোধী স্লোগানও দেয়। যদিও এর আগে, হামাস এবং ব্রিটেন কর্তৃক নিষিদ্ধ কোনো সংগঠনের প্রতি সমর্থন জানালে গ্রেফতারের হুঁশিয়ারি দেয় ব্রিটিশ পুলিশ।
/আরএইচ/এমএন
Leave a reply